গাংনীতে গোলাম রসুলকে গণ সংবর্ধনা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়াডোব বাজারে স্থানীয় আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংবর্ধিত জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল। সেকেন্দার আলীর সভাপতিত্বে ও গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আ.লীগ নেতা সরোয়ার হোসেন টোকনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তৌহিদ মোর্শেদ অতুল, গাড়াডোব গ্রাম যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।