কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে তিনা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাছ ধরা জেলেরা তার লাশ নদীতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তার লাশটি উদ্ধার করে। নিহত তিনা খাতুন (৭২) রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর হালদারপাড়া গ্রামের মকছেদ দফাদারের স্ত্রী।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, তিনা খাতুন সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পদ্মা নদীতে তিনি গোসল করতে গিয়েছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, বৃদ্ধার লাশটি দাফন করা হয়েছে।