মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে এসে হ্যাটট্রিক করেন এ ডানহাতি পেসার। ইনিংসের শেষ ওভারে এসে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পর পর আসেলে গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল এবং নুয়ান প্রদীপকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তাসকিন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে হ্যাটট্রিক করেন শাহাদাৎ হোসেন রাজীব। ২০০৬ সালের ২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রাজীব।
২০১০ সালের ৩ ডিসেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন আবদুর রাজ্জাক। ২০১৩ সালের ২৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন। ২০১৪ সালের ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন তাইজুল ইসলাম।