মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, আমেরিকা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন, মাহাবুব হাসান ডালিম, সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মফিজুল ইসলাম মজনু, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য ওয়াসিম আলী, যুবলীগ নেতা মিজানুজ্জামান অপু, আরিফুল ইসলাম সুইট, বিপ্লব হোসেন, আব্দুল খালেক প্রমুখ।