দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মামলাসহ জরিমানা

 দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের নির্দেশে দামুড়হুদায় মোটরযান চেকিং অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে বিআরটিএ এবং দামুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় ওই মোটরযান চেকিং অভিযান পরিচালিত হয়। বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, নসিমন, করিমনসহ প্রায় ২ শতাধিক গাড়ি চেকিং করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪৪টি মামলা দায়েরসহ ২৮ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।  চুয়াডাঙ্গা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোটরযান চেকিং কাজে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা বিআরটিএ’র পরির্দশক এসএম সবুজ, বেঞ্চ সহকারী কামরুজ্জামান, নাজমুল, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোপসেন বাবু, এসআই আব্দুল বাকী।

উল্লেখ্য, গত রোববার দামুড়হুদার জয়রামপুর স্কুল বটতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনাকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে ওই মোটরযান চেকিং অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন সড়কে এ ধরনের মোটরযান চেকিং অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।

 

Leave a comment