জীবননগর সন্তোষপুরের শিক্ষক আব্দুল গফুরের ইন্তেকাল : আজ দাফন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্কাউটস ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার জীবননগর উপজেলার সন্তোষপুরের শিক্ষক আব্দুল গফুর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজেউন)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। গত রোববার স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে তিনি চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে তাকে সন্তোষপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

উথলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ২২ বছর পূর্বে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের পরও বাংলাদেশ স্কাউটসের জন্য শিক্ষক আব্দুল গফুর আমৃত্যু স্কাউটসের জন্য কাজ করে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ছেলে মনোয়ার হোসেন মিন্টু ও পুত্রবধূ কামরুন্নাহার স্কাউটসের সাথে জড়িত। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার বিশিষ্টজনেরা গভীর শোকপ্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

Leave a comment