জীবননগরে স্বাধীনতা দিবসের আলোচনাসভায় আনোয়ারুল ইসলাম বাবু

 

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জাসদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জীবননগর ব্যুরো: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া-প্রধান) জীবননগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনাসভা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় নেতা জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বলেছেন, দেশ এগিয়ে চলেছে। শান্তি উন্নয়ন সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ভিত্তিমূল সুদৃঢ়সহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে জাসদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও আগামী দিনের নেতৃত্ব দিতে জাসদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর জাসদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, জাসদ নেতা আব্দুস সাত্তার, বিল্লাল হোসেন, ফয়সাল হোসেন, ছাত্রলীগ নেতা আজগার হোসেন প্রমুখ।

Leave a comment