চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণ মামলা অভিযুক্ত ধর্ষক আহাদ রয়েছেন জেলহাজতে : বাদীর সাক্ষ্য ১২ এপ্রিল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় আজও জামিন হয়নি শিক্ষক আহাদ আলীর। মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়েছে। গতকাল সোমবার বাদীর সাক্ষ্য গ্রণের দিন থাকলেও আদালত তা পিছিয়ে দিয়েছেন। আগামী ১২ এপ্রিল তার সাক্ষ্য গ্রহণের দিন পুনরায় ধার্য করেছেন আদালত।

চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আহাদ আলী। ২০১৬ সালের ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা শহরের থানা কাউন্সিলপাড়ায় তার ভাড়া বাড়িতে প্রাইভেট পড়ানোর নামে ডেকে নিয়ে শিক্ষক আহাদ আলী তার ছাত্রীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে ওই সময় তোলপাড় সৃষ্টি হয়। পরে জেলা লোকমোর্চার সহযোগিতায় ধর্ষিতার ভগ্নিপতি বাদী হয়ে ৪ মে থানায় মামলা দায়ের করেন। পরদিন আহাদ আলীকে পুলিশ গ্রেফতার করে। সেই থেকে আহাদ আলী জেল হাজতে রয়েছেন। জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার মামলার বাদী ধর্ষিতার ভগ্নিপতির আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ছিলো। জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে আগামী ১২ এপ্রিল ধার্য করেছেন। জেলা লোকমোর্চা এ মামলার আইনগত সহায়তা দিচ্ছে। গতকাল মামলার ধার্য দিনে ধর্ষিতার ভগ্নিপতি আদালতে এলে তার সহযোগিতায় এগিয়ে আসে জেলা লোমোর্চা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মুকুলসহ অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. হেদায়েত হোসেন আসলাম প্রমুখ।