চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৮তলা ভবন মালিকের কাছে মালামাল না বিক্রির সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহীদ রবিউল ইসলাম সড়কে নির্মাণাধীন ৮তলা ভবন মালিকের কাছে কোনো মালামাল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গার ভি.জে স্কুল রোড ব্যবসায়ী সমিতি গতরাতে এ সিদ্ধান্ত নিয়েছেন। পুরাতন হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ৭টায় জরুরি সভায় মিলিত হয়ে তারা এ সিদ্ধান্ত নেন। সমিতির যুগ্ম সম্পাদক সালাউদ্দীন ট্রেডার্সের মালিক সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, মুক্তিপাড়ায় অবস্থিত নব নির্মিতব্য ৮তলা ভবনের মালিক আলমডাঙ্গার বগাদী গ্রামের সোহরাব হোসেন ও গিয়াস উদ্দীন বাবুর বিল্ডিংয়ে কোনো প্রকার মালামাল বিক্রি করা হবে না। এমনকি কোনো টাইলস মিস্ত্রিও কাজ করবে না। বিল্ডিং মালিক অসৌজন্যমূলক আচরণ করায় ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।