কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার জামালপুর সীমান্তবর্তী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ফেনসিডিল আটক করা হয়। দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, দুপুরে বিজিবি’র জামালপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল নায়েব সুবেদার তাজুল ইষলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৫২/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর পশ্চিমপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্য সমূহের আনুমানিক সিজার মূল্য ২ লাখ চল্লিশ হাজার টাকা এবং সেগুলো ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।