কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি সদস্যসহ তিনজন গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে একনলা বন্দুক ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে মাদক ও অস্ত্র ব্যবসায়ী ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন মেম্বারকে (৪০) গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত দুলাল (৩৮) ও এনামুলকে (৪০) গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে।

Leave a comment