খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিভাবক ও সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
অভিভাবক সদস্য মশিউর রহমান (ডাবলু) ও রতন মিয়া জানান, বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ তারিখ ২২/০১/২০১৭ ইং। কিন্তু বিদ্যালয়ের প্রদান শিক্ষক ২৩ ও ২৪ ইং তারিখে গোপনে ফরম বিক্রয় ও জমা নিয়েছেন। এই অনিয়মের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি আশা করি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর দিক থেকে খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খাদিমপুর ইউনিয়নের প্রথম স্থানে আছে।
বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ছাত্র-ছাত্রীর চাহিদা অনুযায়ী এই স্কুলে ১০ জন শিক্ষক প্রয়োজন কিন্তু যা আছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই ঢিলে ঢালাভাবেই চলছে পাঠদান কার্যক্রম। ছাত্র-ছাত্রীরা জানায়, অনেক সময় ক্লাসে স্যার না এসে, না পড়িয়ে ঘণ্টা পড়ে যায়। নেয়া হয় না বাড়ির পড়াশোনা। মানববন্ধনে অভিভাবক ও গ্রামের সচেতন মহল দ্রুত ম্যানেজিং কমিটি গঠন ও শিক্ষক ঘাটতি কমিয়ে স্কুলের পাঠদানের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে কর্মকর্তাদের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।