আন্দুলবাড়িয়ায় বারোমেসে চায়না পাতি লেবুর চাষ করে যুবক আব্দুল আলীম স্বাবলম্বী

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বারোমেসে চায়না পাতি লেবুর চাষ করে এক যুবক স্বাবলম্বী হয়েছেন। জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে কৃষক আব্দুল আলীম পাতি লেবুর চাষ করে স্বচ্ছলতা ফিরে এসেছে। তিনি গত বছর কুলতলা পুয়োতলার মাঠে ১ বিঘা জমিতে চায়না লেবুর চাষ করেন। চারা রোপণের ৩ মাসের মাথায় বোটায় বোটায় ফুল ও ফলে ভরে গেছে। এ বছর বাম্পার ফলন পেয়েছেন। বারোমাস ফুল ও ফলে ভরে থাকায় তা দেখতে বিভিন্ন এলাকার বেকার যুবক ও কৃষকরা ভিড় করছে।

তিনি কৃষি বিশেষজ্ঞগণের পরার্মশে উন্নত জাতের চায়না লেবু চারা সংগ্রহ করেন। নিজস্ব জমিতে ৮ হাত পরপর ১শ’ চারা রোপণ করেন। এ বছর ডালভাঙ্গা ফুল ও ফলে ভরে গেছে। গাছে প্রায় এখন ধরন্ত লেবু অগনিত। অনেকে ২ লাখ টাকা দিয়ে বাৎসরিক চুক্তিতে বাগানটি লীজ নেয়ার প্রস্তাব দিয়েছেন বলে লেবু চাষি আব্দুল আলীম জানান। স্বল্প খরচে অধিক লাভজনক চাষ বলে তিনি মনে করেন। চারা রোপণ থেকে এ পর্য়ন্ত সার সেচ বাবদ প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। পরিপক্ক না হতেই এর বাজারে চাহিদা রয়েছে প্রচুর। পাইকারী ব্যবসায়ীরা এখন ৩-৪ টাকা দরে প্রতি পিস লেবু ক্রয় করে দেশের বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছেন। যা স্বাধে গন্ধে অতুলনীয়। দু মাসের মধ্যে প্রায় ২ লাখ টাকার লেবু বিক্রি করবেন বলে তিনি আশাবাদী। লেবুটি সম্পূর্ণ কীটনাশক মুক্ত। সেচ, ফসফেট, ইউরিয়া, পটাশ সার ব্যবহার করতে হয় স্বল্প পরিমানে। এ জাতের লেবু যেকোন মরসুমে চারা রোপণ করা যায় বলে লেবু চাষি আব্দুল আলীম জানান। তিনি বেকার যুবকদের এ চাষ করে স্বাবলম্বী হওয়ার পরার্মশ দেন।

 

Leave a comment