মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেহেরপুরের সাবেক এমপি ছহি উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, কবর জিয়ারত, প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি হলে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি মাহাবুবুর রহমান মধু, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম হাকিম লাল মিয়া, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ, সদস্য শামীম আরা হীরা, কুতুবপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ আহম্মেদ মৃদুল, সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফিজুর রহমান, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ।
এদিন সকালে মরহুম ছহিউদ্দিনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে মরহুমের ছেলে মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসোনের নেতৃত্বে শহরে একটি শোকর্যালি বের করা হয়। শোক র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পৌর কবরস্থানের নিকট শেষ হয়। পরে সেখানে মরহুম ছহি উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এদিকে সকাল ১০টার দিকে শহরের ছহি উদ্দিন প্রিক্যাডেট স্কুলে ছবি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।