হাবিব রহমান: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদার বৃদ্ধা ফদলী খাতুনের বয়স্ক ভাতা’র টাকা হাতিয়ে নিয়েছে এক যুবক। ভাঙতি করে দেয়ার নামে ওই নিয়ে সটকে পড়ে সে। বয়স্ক ভাতা’র টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধা ফদলী খাতুন।
জানা গেছে, ডিঙ্গেদহ সোনালী ব্যাংক শাখা থেকে গত রোববার বয়স্ক ভাতা’র তিন হাজার টাকা তোলেন শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা পশ্চিমপাড়ার মৃত রুমজান আলীর স্ত্রী ফদলী খাতুন (৭০)। তিনি টাকা নিয়ে ব্যাংকের নিচে দাঁড়ান। টাকা ভাঙিয়ে দেয়ার নামে অপরিচিত এক যুবক তার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে সটকে পড়ে।