ফিক্সিং ঘটনায় জড়িত পাঁচ পাকিস্তানি ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

মাথাভাঙ্গা মনিটর: স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটাররা হলেন- শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান, শাহজেব হাসান ও নাসির জামশেদ। সদ্যসমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট-ফিক্সিংয়ের দায়ে তারা সবাই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নাসির জামশেদ যুক্তরাজ্যে রয়েছেন। পিএসএলে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় প্রথমে তাকে গ্রেফতার করা হয়েছিলো সেখানে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাহোরে গত সোমবার ইরফান ও লতিফের জবানবন্দি নিয়েছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। হাসান ও শারজিলের সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান অভিযুক্ত পাঁচ খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।