ধর্ম পিতা-কন্যাকে নিয়ে আপত্তিকর অভিযোগ নিয়ে গাইদঘাট সরগল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাইদঘাটে ধর্ম পিতা তার ধর্ম মেয়েকে বিয়ে করতে রাজি হলেও মেয়ে রিক্তা জোর আপত্তি জানিয়ে বলেছে, কিছুই করছিলাম না, বসেছিলাম। আমার শ্বাশুড়ি এসে চিল্লিয়ে গা মাথায় করে আমাকে আমার ধর্ম পিতার সাথে খারাপ হওয়ার অপবাদ দিয়েছে। পড়শীদের অভিমত রিক্তার শ্বাশুড়ির পক্ষে।

স্থানীয়রা বলেছেন, চুয়াডাঙ্গা গাইদঘাট রেলপাড়ার ফরমান আলী স্ত্রী চলে গেছে। মেয়ে রিক্তা বিয়ের পর সে তার নিজের স্বামী সংসার নিয়ে ব্যস্ত। অপরদিকে একই গ্রামের স্কুলপাড়ার এক ব্যক্তির স্ত্রীর নামও ফরমান আলীর মেয়ের নামে। পরস্ত্রী ফরমান আলীকে ধর্ম পিতা হিসেবে আব্বা বলেই ডাকে। মাঝে মাঝে ধর্মবাবার বাড়িতে সময়ও কাটায়। এ নিয়ে গুঞ্জনা কম হয়নি। গতকাল সকালে রিক্তা গনসুই নেয়ার কথা বলে ওই ফরমানের বাড়িতে যায়। কিছুক্ষণ পর সেখানে হাজির হন রিক্তার শাশুড়ি। শাশুড়ির অভিযোগ, আপত্তিকর অবস্থায় ছিলো বিটারবউ। গ্রামশুদ্ধ এ নিয়ে মেতে ওঠে। একপর্যায়ে বিয়ের দাবি তোলে গ্রামের কেউ কেউ। তাতে ফরমান আলী রাজি হলেও নারাজ রিক্তা। তাকে তার স্বামী ঘরে নিতে আপত্তি জানানোর প্রেক্ষিতে বিষয়টি জটিল রূপ ধারণ করেছে। এ নিয়ে আজ বুধবার গ্রামে সালিস বসতে পারে।