দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে বসতবাড়ি ভাঙচুর, লুটপাটসহ বাড়ির মালিক লোকমান (৪৮) ও তার স্ত্রী শাহানাজ বেগমকে (৪০) বেয়াই ফিদু ও তার পরিবারের লোকজন লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করা হয়েছে। রক্তাক্ত জখম লোকমানকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে
আহত লোকমান ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, দু বছর আগে আমার একমাত্র মেয়ে ছালিমা খাতুনের (১৭) প্রতিবেশী ফিদুর ছেলে ঝন্টুর সাথে বিয়ে হয়। বিয়ের তিন মাসের মাথায় জামাই ঝন্টু মালয়েশিয়া পাড়ি জমায়। ঝন্টু বিদেশ যাওয়ার সময় আমি নগদ ৬০ হাজার টাকা দিয়েছিলাম। জামাই বিদেশ যাওয়ার পর থেকে আমার মেয়ের কোনো খোরপোষ দেয়া তো দূরের কথা তার কোনো খোঁজখবরই নেয় না। উল্টো নানা অপবাদ দেয়। বেয়াই-বেয়ান প্রায়ই মেয়েকে বিনা কারণে প্রায়ই মারধর করে। সম্প্রতি পারিবারিক কিছু বিষয় নিয়ে দু পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে বেয়াই ফিদু (৪২), তার ভাই ইদ্রিস (৪৫) ও ইদ্রিসের ছেলে সুমন (১৮) গতকাল মঙ্গলবার বিকেলে আমার বসতঘরে ঢুকে ভাঙচুর করে এবং মেয়ের ব্যবহৃত মোবাইলফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আমি ও আমার স্ত্রী তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিলো।