তিন ফরম্যাটে আবারো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

Bangladesh cricketer Shakib Al Hasan unsuccessfully appeals for the wicket of Sri Lankan cricketer Dilruwan Perera during the fourth day of the second and final Test cricket match between Sri Lanka and Bangladesh at the P. Sara Oval Cricket Stadium in Colombo on March 18, 2017. / AFP PHOTO / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ক্রিকেটের তিন ফরম্যাটে শীর্ষে ওঠে এসেছেন। শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচগুলোয় বোলিং এবং ব্যাটিঙে অলরাউন্ড পারফর্ম করায় হারানো স্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ৪৩১। আর তার ঠিক পেছনেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৪০৮ পয়েন্ট নিয়ে। প্রসঙ্গত, শ্রীলঙ্কা ১ম টেস্টে জয় পেলেও দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ উইকেটে ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়।