স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়সান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ আছর এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা বোয়ালমারীতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএম মজুর হোসেন চাঁনমিয়া। দোয়া পরিচালনা করেন হাফেজ আশরাফুল হক ও হাফেজ হায়দার আলী। সংগঠনের মহাসচিব আক্তারুজ্জামান গাবুর আহ্বানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোমিনপুর ইউপি সদস্য আনিসুর রহমান, ১ নং ওয়ার্ডে সভাপতি মিনাজ উদ্দিন, ২ নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তযোদ্ধা আব্দুর রাজ্জাক, শাখারুদ্দিন, হাজি নফিজ মাস্টার, মতিয়ার মাস্টার, রেজাউল আহাম্মেদ, রাসেল আহাম্মেদ, ডা. সাব্বির খান, হাসেম আলী, আওলাদ আলী, আমজেদ আলী, মসমেল সরদার, মতিয়ার মোল্লা জীবন উন্নয়ন সংস্থার ম্যানেজার শাকিরা নাসরীন প্রমুখ।