খোকসায় জামায়াতের আমিরসহ দিনজন আটক

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া খোকসায় উপজেলা জামায়াতের আমিরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। গত সোমবার রাতে থানা পুলিশের একটি দল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের রোকন আবুল কাশেমকে আটক করে। খোকসা থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানিয়েছেন, তাদের কাছ থেকে ৩টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।