কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে । গতকাল বিকেলে ইউনিয়নের ধান্যঘরা-দুর্গাপুর ৪ নং ওয়ার্ড এবং একই ইউনিয়নের সদাবরী ৯ নং ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমযান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মদ রিংকু। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন, প্রধান বক্তা ছিলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, ছাত্রলীগ নেতা মামুন, প্রভাত আলম, অপু সরকার, শেখ সাগর, আশরাফুল, সাইদুর রহমান, সবুজ প্রমুখ। অনুষ্ঠান শেষে সর্ব সম্মতিক্রমে ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সুমন সাধারণ সম্পাদক এবং সাজ্জাদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় এবং ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফুল ও সাদ্দামকে সাধারণ সম্পাদক ও তুহিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন।