কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় পুলিশের সাথে সংঘর্ষে সালাম (২৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া সড়কে পুলিশের সাথে ডাকাত দলের সংঘর্ষ হয়।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, একদল সশস্ত্র ডাকাত আদাবাড়িয়া সড়কে গাছে গুঁড়ি ফেলে গরু ভর্তি ট্রাক ঠেকিয়ে ডাকাতি করছে এমন খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশে টহল দল সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশের ওপর হামলা চালালে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলিতে সালাম নামে এক ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।