ইসলাম গ্রহণ করবেন স্যামি

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পেশোয়ার জালমি ক্লাবের মালিক জাভেদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগ-পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক ছিলেন স্যামি। পিএসএলের দ্বিতীয় আসরে দলকে নেতৃত্বে দিয়ে শিরোপা জিতিয়েছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ড্যারেন স্যামিই প্রথম ক্রিকেটার যিনি লাহোরে ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে স্বীকৃতি দিয়েছিলেন। এছাড়া পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি যেখানে নিয়ে যাবেন, সেখানেই যাবেন বলেও জানিয়েছিলেন স্যামি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্যামির বিষয়ে কথা বলেন জাভেদ আফ্রিদি।

জাভেদ আফ্রিদি বলেন, ‘স্যামিকে ইসলাম বিষয়ে জানানোটা আমার বড় অর্জন। আমি দোয়া করি যেন সে (স্যামি) তার ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করে। তিনি আরও বলেন, ইসলাম সম্পর্কে তার পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে। সে যেভাবে ইসলাম সম্পর্কে জেনেছে তা আমি এবং আমার দলের জন্য একটা বড় অর্জন। এ সময় জাভেদ আফ্রিদি জালমির ভক্তদেরকে স্যামির জন্য দোয়া করতে বলেন, যাতে স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এছাড়া দলের ক্রিকেটারদের সঙ্গে থাকার সময় পশতুন ভাষাও শেখেন স্যামি।

প্রসঙ্গত, পিএসএলে পেশোয়ার জালমিই একমাত্র দল যাদের সব বিদেশি ক্রিকেটার লাহোরে খেলার জন্য সম্মতি দিয়েছিলো।