মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনা সতীর্থদের বান্ধবীদের ঠাণ্ডা যুদ্ধ ফের জনসমখ্যে চলে এলো। লা মাসিয়া থেকে একসঙ্গে খেলে আসা জেরার পিকে ও লিওনেল মেসি একে অপরের প্রিয় বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু তাদের বান্ধবীদের সম্পর্ক নিয়ে দেখা দিল বিতর্ক।
মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়ের নিমন্ত্রণ পেয়েও যাবেন না শাকিরা। জেরার পিকের বান্ধবীর এত রাগের কারণ হলো পিকের প্রাক্তন বান্ধবী নুরিয়া টমাসের প্রিয় বন্ধু আন্তোনেলা। যা একদমই পছন্দ নয় শাকিরার। পিকে ও মেসি একে অপরের ভালো বন্ধু হলেও দু তারকার বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলেন না। অনুষ্ঠানে দেখা হলেও এড়িয়ে যান। কিছু দিন আগে শাকিরার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি আন্তোনেলা। নিজের ৩০তম জন্মদিনে আন্তোনেলাকে বিয়ে করতে চলেছেন মেসি। বার্সার এক সূত্রের মতে, শাকিরাকে নিমন্ত্রণ জানানো হলেও তিনি সাফ বলে দিয়েছেন যাবেন না। অজুহাত হিসেবে বলেছেন তার সেই সময় অনেক অনুষ্ঠান আছে। পিকে যাবেন কি-না এখন সেটাই প্রশ্ন। শাকিরা-আন্তোনেলার ঠাণ্ডা যুদ্ধ ছাড়াও মেসির ভবিষ্যত নিয়েও শিরোনামে বার্সা। শোনা যাচ্ছে, আগামী মরসুমে মেসিকে বার্সা থেকে বের করে আনতে বড় রকমের প্রস্তাব তৈরি করছে ম্যাঞ্চেস্টার সিটি। বার্সা নতুন চুক্তি দেয়ার কথা বললেও এখনও কোনও প্রস্তাব দেয়নি। মেসির বাবা তথা এজেন্ট জর্জ মেসি শত চেষ্টাতেও কোনও সমাধান বার করতে পারছেন না। সেই সুযোগ নিয়ে ম্যান সিটি ২০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে চলেছে মেসিকে। পেপ গুয়ার্দিওলার ওপর দায়িত্ব দেয়া হয়েছে মেসিকে সই করানোর। সাপ্তাহিক বেতন হিসেবে ৬৫০ হাজার পাউন্ডও দিতে রাজি সিটি কর্তারা।
আগামী মওসুমে ম্যান সিটির লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। মোনাকোর বিরুদ্ধে শেষ ষোলোয় ছিটকে যাওয়ার পর গুয়ার্দিওলা নাকি বলে দিয়েছেন আগামী মরসুমে কোনও বড় নামকে সই করতে হবে। সিটি কর্তাদের তালিকায় শুরুতেই রয়েছে মেসির নাম।