মিরপুরে দু গ্রুপের সংর্ঘষে আহত ৬

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধে দু গ্রুপের সংর্ঘষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

চিথলিয়া ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল জানান, সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই এলাকার মারফত আলী ও তার প্রতিবেশি সিরাজুল ইসলামের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে মারফত আলীর স্ত্রী মাসুরা খাতুন (৩৫), ছেলে মাসুম (২০), ছানু বিশ্বাসের ছেলে তরিকুল (৩৫), অপর গ্রুপের সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে আলমগীর (২২), শাহাজুল ইসলামের ছেলে জসিম (২৪) আহত হন। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।