দামুড়হুদায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ এই ৪ বিষয়ের ওপর দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান খাতুন ও দামুড়হুদা পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিন টি গ্রুপের (‘ক’ গ্রাপ-৬ষ্ঠ থেকে ৮ম, ‘খ’ গ্রুপ-৯ম থেকে ১০ম এবং ‘গ’ গ্রুপ-একাদশ ও দ্বাদশ) শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ভাষা ও সাহিত্যে ‘ক’ গ্রুপ থেকে দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নাজনীন আক্তার তারিন, ‘খ’ গ্রুপ থেকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সাংবাদিক কন্যা জারিন তাসনীম বিপা এবং ‘গ’ গ্রুপ থেকে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সবুর হোসেন প্রথমস্থান লাভ করেছে। বিজ্ঞানে ‘ক’ গ্রুপ থেকে দামুড়হুদা পাইলট মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জুবায়ের আল মাহমুদ, ‘খ’ গ্রুপ থেকে একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শাফীন সানইয়ান সাদ এবং ‘গ’ গ্রুপ থেকে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র তানবীর ইসলাম প্রথমস্থান লাভ করেছে। গণিত ও কম্পিউটারে ‘ক’ গ্রুপ থেকে কার্পানডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আদনান হাবীব শোভন, ‘খ’ গ্রুপ থেকে একই বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র সবুজ এবং ‘গ’ গ্রুপ থেকে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল লুমান প্রথমস্থান লাভ করেছে।  এছাড়া বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘ক’ গ্রুপ থেকে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র হৃদয় হাসান, ‘খ’ গ্রুপ থেকে কেরু উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ইহসানুল হাসান তূর্য্য এবং ‘গ’ গ্রুপ থেকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহিদা খাতুন প্রথমস্থান লাভ করেছে। দিনব্যাপী প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর দায়িত্বে ছিলেন জীবননগর ডিগ্রি করেজের প্রভাষক জসিম উদ্দীন, জীবননগর মহিলা কলেজের প্রভাষক এসএম সালা উদ্দীন, জীবননগর বিসিকেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাভেল মেহমুদ এবং গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামিউল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব এসিসটেন্ট শামিম আকতার, অফিস সহকারী রফিকুল আলম এবং উজ্জ্বল হোসেন।