টিপ্পনী:

 

খবর: (চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সন্ধ্যারাতে গাছ ফেলে ডাকাতি)

একটা ডাকাত দুটো ডাকাত
করলো দখল সড়ক,
আমরা কেবল পুলিশ বাবুর
দেখছি ফাঁকা ভড়ক।

নই নিরাপদ বাজার হাটে
চান্দা ওঠে ঘাটে ঘাটে
খুনি আছে আড়াল পানে
তার হাতে দুই ফাঁদ,
একটু কিছু বললে বাঁচার
দেয় মিটিয়ে সাধ।

রাঘব বোয়াল খায় না ধরা
পায় না পুলিশ তাকে;
ও নাকি খুব গোপন ঘরে থাকে
তাই;
দিনে দিনে অপরাধও
বেড়ে বেড়ে যায়।

-আহাদ আলী মোল্লা