চুয়াডাঙ্গায় দেয়ালে বিএনপির পোস্টার লাগানো কাজের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: দেয়ালে পোস্টার লাগানো কাজের উদ্বোধন করেছে চুয়াডাঙ্গায় জেলা বিএনপি। গতকাল সোমবার জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একাজের উদ্বোধন করেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপিএত জানিয়েছে, ভোটার বিহীন তথাকথিত নির্বাচনে অনৈতিকভাবে গঠিত সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে, বাক স্বাধীনতা হরণ, সভা সমাবেশের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা, গণতন্ত্রকে অবরূদ্ধ করা, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণ গ্রেফতার, খুন, অপরহণ ও গুমসহ উন্নয়নের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আত্মীয়স্বজনের প্রতিষ্ঠানের নামে কাজ বরাদ্দের নামে লুঠপাট ও রাষ্ট্রিয় দুর্নীতির বিরুদ্ধে গণমত গঠন এবং সচেনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় থেকে পাঠানো পোস্টার দেয়ালে দেয়ালে লাগানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি এমএম শাজহান মুকুল, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজিব খান, শাহাজাহান খান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।