জীবননগর ব্যুরো/ আন্দুলবাড়িয়া প্রতিনিধি: গরু জবাই করার উদ্দেশে গোশালায় নিয়ে যাওয়ার পথে ফঁসকে গরুর গুতোয় এক কলাব্যবসায়ী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে সহপাঠি অপর এক কলাব্যবসায়ী। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর ব্রিজের অদুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চডাঙ্গা লাইনপাড়ার আব্দুল আলীর ছেলে কলাব্যবসায়ী রজব আলী (২৫) ও মকবুল দেওয়ানের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ভোর সাড়ে ৬টার দিকে দর্শনা-জীবননগর সড়ক পথ দিয়ে কলা কেনার জন্য সীমান্ত ইউনিয়ন এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে জীবননগর ভৈরব নদীর ব্রিজের অদুরে পৌঁছুলে জনৈক কসাই গরু জবাই করার উদ্দেশে গোশালায় নিয়ে যাওয়ার পথে অসাবধানতা বশত ফসকে গিয়ে গরুটি চলন্ত আলমসাধু গাড়িতে ধাক্কা মারে। গরুর ধাক্কায় আলমসাধু উল্টে দুই কলাব্যবসায়ী চাপা পড়েন। উপস্থিত জনতা ও পথচারীরা রজব আলী ও জাহিদুল ইসলামকে আহতাস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহত রজব আলীর অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। আহতকে যশোর নিয়ে যাওয়ার পথে হাসাদহ পৌঁছুলে রজব আলীর করুণ মৃত্যু ঘটে।
সূত্র জানান, কসাইদের সাথে আপস মীমাংসার পর তার লাশ বেলা ১টার দিকে গ্রামে এসে পৌঁছুলে স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বিকেল ৪টার দিকে গ্রামের জামে মসজিদের সামনে জানাজা শেষে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। অপর আহত সহপাঠি কলাব্যবসায়ী জাহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হয়েছে। নিহত রজব আলীর স্ত্রী মাত্র ৬ মাসের নবজাতক কন্যাকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন। এ ব্যাপারে জীবননগর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।