কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে কিশোর ভ্যানচালক নিশানকে (১৪) গলাকেটে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সন্টু শেখ (২১) ও মাহাবুল ইসলাম (২২)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৫ জুলাই সকাল ৭টার সময় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় কিশোর নিশান। রাতে বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরদিন সকালে মিরপুর উপজেলার স্বরুপদহ ভাঙ্গা বটতলার কলা বাগানে নিশানের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন নিশানের পিতা ইনামুল মণ্ডল বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে গ্রেফতার হয় আসামি সন্টু শেখ। পুলিশ নিশানের পাখিভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও দড়ি উদ্ধার করে। সন্টুর স্বীকারোক্তিতে পুলিশ অপর আসামি মাহাবুল ইসলামকেও গ্রেফতার করে। পরে পুলিশ সন্টু ও মাহাবুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানি নিয়ে এবং সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত গতকাল এ রায় দেন। রায় ঘোষণার সময় সন্টু ও মাহাবুল আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁশুলী (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পুলিশ প্রতিবেদন ও ২১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় সন্টু ও মাহাবুল ভ্যান চুরি করার জন্য এই খুন করে। তিনি জানান, আদালত আসামিদের ফাঁসি ও প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আসামি সন্টু ও মাহাবুল হাসান উভয়ের বাড়ি মিরপুর উপজেলার স্বরুপদহ গ্রামে।