আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সম্পত্তি রক্ষার্থে আলোচনাসভা ও তাঁতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নিজস্ব কার্যালয়ে সমিতির সমাবেশে তাঁতি সমিতির সভাপতি হাজি গোলাম রহমান সিঞ্জুলের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তাতী সমিতির সম্পাদক আবু মুসা। ওই তাঁতি সমাবেশে তাঁতিদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ১০টি আসন বরাদ্ধ রাখার দাবি করা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তাঁতি সমিতির বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সভাপতি ও সম্পাদকের মধ্যে সিরাজুল ইসলাম, আবুল হাসেম, শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মুকছার আলী, উসমান গনি, সহিদুল ইসলাম, নজির উদ্দিন, আব্দুল গফুর, রবিউল ইসলাম, আব্দুল জলিল, তুফান আলী ও ছাইদুর রহমান। বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম টুকু ও যুবলীগ নেতা মনিরুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলম হোসেন, বজলুর রহমান, কামরুল ইসলাম, ওহিদুল ইসলাম, আলহাজ হানেপ আলী, মোসলেম উদ্দিন, খেদ আলী, ইয়াকুব, সাইদুর মেম্বার, রাজিব, আরমান, রুবেল, সাইফুল, মুকুট প্রমুখ।