আপনাদের সমর্থন ও ভালবাসা নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই

মোটরসাইকেল শোভাযাত্রা ও আন্দুলবাড়িয়ায় জনসভাকালে নজরুল মল্লিক

 

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী তরুণ রাজনীতিক নজরুল মল্লিক বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে জীবননগর, দামুড়হুদা, তিতুদহ ও বেগমপুর ইউনিয়নে মোটসাইকেল শোভাযাত্রা করেছেন। আন্দুলবাড়িয়ায় করেছেন জনসভা। এখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি-থাকবো ইনসাআল্লাহ। অল্প দিনেই আমি আপনাদের ব্যাপক ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আগামীতে আপনারা আমার পাশে থেকে সমর্থন ও সহযোগিতা করবেন। আপনারা সকল প্রকার ভয়ভীতি, হুমকি এবং কোনো প্রকার হয়রানির শিকার হলে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো। তিনি বলেন, এ এলাকার উন্নয়ন ঘটাতে আমি আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রার্থী হতে চাই।

গতকাল সোমবার সড়ক পথে ঢাকা থেকে জীবননগর উপজেলার প্রবেশদ্বার হাসাদাহে পৌঁছুলে  বেলা ১১টার দিকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নজরুল মল্লিক মোটরসাইকেল নিয়ে স্বাগত জানান। পরে তিনি মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার জীবননগর, দামুড়হুদা উপজেলাসহ বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রাম, হাটবাজার, পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। বেলা আড়াইটার দিকে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের সমাবেশস্থলে পৌঁছান। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ার সহসভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, মহাসীন আলী খান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, সুজ্জাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হারেজ আলী, জেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেন খোকা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ নেতা ব্লু মাস্টার, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও বাজার কমিটির সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম ফেরদৌস, যুগ্ম আহ্বায়ক কাজি সামসুর রহমান চঞ্চল, যুবলীগ নেতা আকিমুল ইসলাম, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সাবেক বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ওরফে শাহীনুর রহমান, সোহরাব হোসেন, সাবেক বাঁকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা সামসুজোহা প্রমুখ। জনসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।