মেহেরপুর শিশুবাগান পাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

মেহেরপুর অফিস: জেমি আক্তার বৃষ্টি নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় তার নিজস্ব বাসভবন থেকে সদর থানা পুলিশের একটি দল তার লাশ উদ্ধার করে। জেমির (২৪) পিতা-মাতার দাবি তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।

জেমির বাবা বাদশা জানান, তাদের বাড়ি সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর গ্রামে। ৯ বছর আগে শহরের শিশুবাগান পাড়ার নির্মাণ শ্রমিক খালেকের ছেলে রানার সাথে বিয়ে হয় জেমির। তাদের ঘরে ৭ বছরের একটি ছেলেও রয়েছে। এছাড়াও সে অন্তঃসত্ত্বা ছিলো। বিয়ের পর থেকেই তাকে তার শ্বশুর, শাশুড়ি ও স্বামী নানাভাবে নির্যাতন করতো। মাঝে মধ্যে মারধরও করতো। ঘটনার রাতে তাদের মাঝে বিরোধ বাদে। বিরোধের জের ধরে ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তাকে আত্মহত্যার প্রচারণা দেয়ার কারণে জেমি আত্মহত্যা করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে বাদশা বাদী হয়ে জেমির স্বামী রানা, শ্বশুর খালেক ও শাশুড়ির বিরুদ্ধে একটি আত্মহত্যা প্ররোচণার মামলা করেছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, তাকে মাঝে মধ্যে নির্যাতন করা হতো বলে এলাকাবাসীসূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে আত্মহত্যার প্ররোচণা দেয়া হয়েছে। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে সে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

Leave a comment