মেহেরপুরে ঘরে বউ রেখে ভ্যানচালক স্কুল ছাত্রীকে নিয়ে পায়িছে

 

মেহেরপুর অফিস: এবার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রিয়াকে নিয়ে উধাও হয়েছে ভ্যানচালক ইজু (১৮)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে। ইজু মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বিলপাড়ার তসেম আলীর ছেলে। তার ঘরে রয়েছে ৩ মাস আগের বিয়ে করা বউ।

স্থানীয়রা জানায়, প্রায় ৩ মাস আগে ইজু আশরাফপুর পোড়াপাড়ার মিনার মেয়ে চুমকির (১৪) সাথে বিয়ে করে। ঘরে বউ রেখে ইজু মেহেরপুর শহরের পার্শ্ববর্তী বামনপাড়ার রাজুর মেয়ে স্কুলছাত্রী প্রিয়াকে (১২) উধাও হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি।

আমদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য ফিরাতুল ইসলাম জানান- তিনি শুনেছেন ইজু ঘরে বউ রেখে এক স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছে। ইজু নিজেই এখনও শিশুর তালিকায় পড়ে। তার পরও এবয়সে ঘরে বউ রেখে এক স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় এটা একটা দুঃখজনক ঘটনা।

সাহেবপুর ক্যাম্প ইনচার্জ এএসআই রাশেদুল বলেন- ঘটনা শুনেছি। কেউ লিখিতভাবে অভিযোগ দেয়নি। তবে ইজুর অভিভাবকদের স্কুলছাত্রীসহ ইজুকে পুলিশ ক্যাম্পে হাজির করে দেয়ার কথা বলা হয়েছে।

Leave a comment