স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ৪ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় বিভিন্ন প্রকার মাদক।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে চুয়াডাঙ্গা সদর থানা ১১ জন, দামুড়হুদা মডেল থানা ৬ জন, জীবননগর থানা ৬ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক। গ্রেফতারকৃতরা নাশকতা, চুরি ও ডাকাতিসহ নিয়মিত মামলার আসামি বলে জানান তিনি।