মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি আমেরিকা। দক্ষিণ কোরিয়ার সীমান্তে সফরে থাকা পররাষ্ট্র সচিব টেক্স টিলারসন জানিয়েছেন, ওবামা এবং ট্রাম্প দু’জনেই উত্তর কোরিয়ার প্রতি যথেষ্ট সহিষ্ণুতা দেখিয়েছেন। গত ২০ বছর ধরে পরমাণু অস্ত্রের ভাণ্ডার কমাতে উত্তর কোরিয়াকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু সেই অনুরোধে আজ পর্যন্ত কাজ হয়নি। কয়েকদিন আগেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে উত্তর কোরিয়া। আর তাতেই সহ্যের সীমা ভেঙেছে আমেরিকার।
এ কারণে ট্রাম্প কয়েকদিন আগে টুইট করে জানিয়েছিলেন, ‘উত্তর কোরিয়া খারাপ ব্যবহার করছে এবং সমস্যা মেটাতে চীনও কোনো সাহায্য করছে না।’
টিলারসন জানিয়েছেন, ‘আমেরিকা প্রথম থেকেই যুদ্ধের পথে হাঁটতে চায় না। তবে, উত্তর কোরিয়ার বাড়াবাড়িটা খুব একটা ভালো চোখে দেখছে না মার্কিন প্রশাসন। তাই সিদ্ধান্ত না হলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কথা আলোচনায় রয়েছে। যদি দেখা যায় সামরিক শক্তি প্রদর্শন করার নামে আমেরিকাকে ভয় দেখাচ্ছে উত্তর কোরিয়া, তাহলে তো সেনা অভিযান শুরু করতে হবেই।’