সমস্যা নিরসনে এমপি টগরের উদ্যোগ : ঘটনাস্থল পরিদর্শন

ঐতিহ্যবাহী দর্শনা মেমনগর স্কুলের সৌন্দর্য রক্ষায় পাঁচিল নির্মাণকাজ বন্ধের দাবি

 

দর্শনা অফিস: শতবর্ষী ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরকারি জমি ঘিরতে নির্মাণ করা হচ্ছে সীমানা পাঁচিল। পাঁচিল নির্মাণে বিদ্যালয়ের দীর্ঘদিনের লালিত সৌন্দর্য হারাবে। বিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় পাঁচিল নির্মাণকাজ বন্ধের দাবিতে শিক্ষার্থীরা করেছে বিক্ষাভ ও মানববন্ধন কর্মসূচি। ১৯১৬ সালে এলাকার শিক্ষানুরাগীদের সাথে নিয়ে তৎকালীন বিপ্রদাস নামের এক শিক্ষাবিদ প্রতিষ্ঠা করেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়। শ্রোতশীনি মাথাভাঙ্গা নদীর তীরে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে বহন করে আসছে ঐতিহ্য মন্ডিত সৌন্দর্য্য। এলাকায় শিক্ষার আলো ছড়ানোর বয়স একশ বছর পেরিয়েছে গত বছর। এ বিদ্যালয়টির সামনে রয়েছে সরকারের জমি। সম্প্রতি সরকারি জমি সীমানা পাঁচিল ঘেরার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। ফলে মেমনগর স্কুলের সামনের জমি সীমানা পাঁচিল ঘেরা কাজ শুরু করা হয়েছে। এদিকে বিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় শিক্ষার্থীদের দাবি উঠেছে পাঁচিল নির্মাণ না করার। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিসহ বিক্ষোভ করেছে। সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল বৃহস্পতিবার এমপি টগর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে আন্তরিক। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সরকারের যেমন রয়েছে জোরালো ভূমিকা, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়নের ব্যাপারে সরকার কাজ করছে নিরন্তর। শতবর্ষী ঐতিহ্যবাহী মেমনগর স্কুলটির সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে পরবর্তী কার্যক্রমকরণের প্রক্রিয়ার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সাথে আলোচনা করবেন বলেও জানান। এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শফিকুল আলম, মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, স্কুলের প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহম্মেদ, তহসিলদার শাহবুদ্দিন প্রমুখ।