মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার টুঙ্গি গ্রামের এক ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে দুটি বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রিয় করেছে। তবে কি কারণে কারা এগুলো রাখতে পারে তা এখনো উদঘাটন হয়নি।
স্থানীয় পিরোজপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই স্বপন জানান, পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের মরহুম সিরাজউদ্দিন মাস্টারের ছেলে কাপড়ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ ওরফে লিটনের বাড়ির সামনে দুটি বোমা সাদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল লাল টেপ দিয়ে একসাথে মোড়ানো বোমা সাদৃশ বস্তু দুটি উদ্ধার করে বালতি ভর্তি পানিতে ঢুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে।
মেহেরপুর সদর থানা ওসি ইকবাল বাহার চৌধুরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে কারা এগুলো রাখতে পারে তা এখনো স্পৃষ্ট নয়। গৃহকর্তার কাছে কেউ চাঁদাও দাবি করিনি। আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমা সাদৃশ বস্তু রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।