দামুড়হুদার বিষ্ণুপুরে রসুন চোর জহিরকে গণধোলা‌ই শেষে পুলিশে সোপর্দ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে জহির (৩৫) নামের এক ফসল চোরকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার বাড়ি তল্লাশি করে ৩ বস্তা রসুন উদ্ধার করে ক্ষতিগ্রস্ত চাষিসহ মহল্লাবাসী। সে বিষ্ণুপুর গ্রামের মাঠপাড়ার আকালের ছেলে। এলাকাবাসীরা জানায়, তাড়ি ব্যবসায়ী জহির দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বিষ্ণুপুরের বিভিন্ন মাঠ থেকে রসুনসহ বিভিন্ন ফসল চুরি করে আসছিলো। এছাড়া তার বিরুদ্ধে শ্যালোমেশিন চুরি, ভুট্টার গাছ কেটে বিনষ্ট করাসহ মাঠের প্রায় ৭০টি খেজুর গাছ কেটে দেয়ার অভিযোগ রয়েছে। জহির গত বুধবার রাতে প্রতিবেশী রমজানের ছেলে আছালতের জমি থেকে তিন বস্তা রসুন চুরি করে তুলে বাড়ি নিয়ে এসে চৌকির নিচে লুকিয়ে রাখে। বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত চাষি মহল্লার কয়েকজনকে সাথে নিয়ে জহিরের বাড়ি তল্লাশি করে চৌকির নিচ থেকে চুরি করে তুলে আনা ওই তিনবস্তা রসুন উদ্ধার করেন। মহল্লাবাসী এ সময় তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত জহির রসুন চুরির কথা অকপটে স্বীকার করে বলেছে প্রতিবেশী গোলামের ছেলে কালু (৩৮) ওই রসুন চুরির সাথে জড়িত। মহল্লাবাসীরা আরও জানান, জহির দীর্ঘদিন ধরে মাঠ থেকে ফসল চুরি অসংখ্য চাষির ক্ষতি করেছে। এছাড়া সে মাঠে তাড়ি বিক্রি করে। বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।