দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে ইয়াবাসহ কুষ্টিয়ার এক যুবক আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জ্যাকি কুষ্টিয়ার এরশাদ নগরের নজরুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খানের নেতৃত্বে এসআই ইব্রাহিম এবং এসআই মুহিত গোপন সংবাদের ভিত্তীতে ঈশ্বরচন্দপুরে অভিযান চালিয়ে জ্যাকিকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা।