চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় ড্রাম কাটতে গিয়ে বিপত্তি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তেলশূন্য ড্রাম বিস্ফোরণে এক রঙমিস্ত্রি আহত হয়েছেন। ড্রামটি কাটার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। এসময় ড্রামে আগুন ধরে যায়। এতে রঙমিস্ত্রি রায়হান গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধ রঙমিস্ত্রি রায়হান দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের রবিউল ইসলামের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার টিটু আর্ট গ্যালারিতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রঙমিস্ত্রি রায়হান ৮-১০ বছর ধরে টিটু আর্ট গ্যালারিতে কাজ করেন। গতকাল তিনি একটি ড্রাম গ্যাসটর্স দিয়ে কাটছিলেন। এ সময় ড্রামটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে ড্রামে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে রায়হানের পুরো শরীরে। তার গায়ের পোশাকে আগুন ধরে যায়। পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ছুটে এসে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ড্রামটিতে দীর্ঘদিন ধরে থিনার আনা নেয়ার কাজে ব্যবহার করা হতো বলে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান। হাসপাতালের সার্জিক্যাল কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহিন জানান, দগ্ধ রায়হানের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত নন। রায়হানকে ঢাকায় রেফার করেন তিনি। রায়হানকে বিকেলে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।