জীবননগর উথলীতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৫ কিশোর-কিশোরী ও অটিজম শিশুদের নিয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত বুধবার জীবননগর উথলী মাধ্যমিক বিদ্যালয়মাঠে এ প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর প্রমুখ।