জীবননগরে জালিয়াতি মামলায় গ্রেফতার ২

 

জীবননগর ব্যুরো: জমি জালিয়াতি করে একাধিকবার বিক্রির অভিযোগে জীবননগরে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে তারানিবাস গ্রামের মতিয়ার রহমান (৪৮) ও শ্রীরামপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রমিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, পুলিশের এসআই সিরাজুল ইসলাম ও এএসআই আব্দুল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জমি জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত এ দু আসামির মধ্যে রমিদুলকে বুধবার গভীর রাতে শ্রীরামপুর থেকে ও মতিয়ার রহমানকে গতকাল বৃহস্পতিবার সকালে তারানিবাস থেকে গ্রেফতার করেন। গতকালই এ দুজনকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। ওসি এনামুল হক দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।