চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে : বরের ভগ্নিপতি ও কনের দাদাকে জেল-জরিমানা

 

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামে অভিশপ্ত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী ডলি খাতুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিয়ের আসরে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ের আয়োজন করায় বরের ভগ্নিপতিকে কারাদণ্ড ও কনের দাদাকে জরিমানা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিয়ের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী অফিসার কনের বাড়িতে হাজির হয়ে এ জেল-জরিমানার আদেশ দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে ডলি খাতুন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তার বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। তাকে বিয়ে করতে আসে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু গ্রামের প্রবাসী আওয়াল হোসেনের নাবালক ছেলে হাসান আলী। খবর পেয়ে বিয়ের মসলিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। অপ্রাপ্ত বয়স্ক বর-কনের বিয়ের আয়োজন করার অপরাধে বরের ভগ্নিপতি গাফফার হোসেনকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত গাফফার হোসেন লক্ষ্মীকুণ্ডু গ্রামের মৃত আলী দেওয়ানের ছেলে। একই অপরাধে কনের দাদা বৃদ্ধ ইসাহক আলীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপস্থিত ছিলেন সিঁন্দুরিয়া ক্যাম্পের এএসআই বায়োজিদ হোসেন, মেম্বার উজির হোসেন, মহিলা মেম্বার রিনা খাতুন।