আলমসাধুর গতিরোধ করে ভুট্টা ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা গহেরপুর-সাড়াবাড়িয়া সড়কের শালিকচরা মাঠ নামক স্থানে সশস্ত্র ছিনতাইকারিরা ভুট্টা ব্যবসায়ী ও আলমসাধু চালকের গতিরোধ করে তেমন কিছু ছিনিয়ে নিতে না পারলেও মারধর তাদেরকে মারধর করেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-সাড়াবাড়িয়া সড়কের শালিকচরা মাঠ নামক স্থানে ৬-৭ জনের সশস্ত্র ছিনতাইকারি তাণ্ডব চালায়। তেঘরি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভুট্টা ব্যবসায়ী রফিকুল ইসলাম আন্দুলবাড়িয়া বাজারে ভুট্টা বিক্রি করে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। ছিনতাইকারীরা আলমসাধুর গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে রফিকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকে। ছিনতাইকারীরা বেধড়কভাবে পিটিয়ে আহত করে রফিক ও আলমসাধুচালক শাহীনকে। অনেক সময় ধস্তাধস্তি করেও টাকা কাড়তে পারেনি ছিনতাইকারীরা। এ সময় পথচারীদের দেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। শাহীনের কাছ থেকে ৫শ টাকা নিতে পারলেও রফিকের কোনো টাকা খোয়া যায়নি। রফিক ও শাহীনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী বলেছেন, ছিনতাইকারীচক্রের সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।