স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় ট্রাক উল্টে চালক ও হেলপার আহত হয়েছেন। সামনে থেকে আসা অপর ট্রাকের সাইড দিতে গেলে ট্রাকটি উল্টে যায়। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাক চালক ও হেলপারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-০২-০২৪০) মুরগির খাদ্য বোঝাই করে আলমডাঙ্গার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের রোয়াকুলি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঝিনাইদহের লক্ষ্মীকোল গ্রামের জিয়ারত শেখের ছেলে ট্রাক চালক মোজাহার আলী (৪৫) ও গান্না ইউনিয়নের শৈলমারী কুঠিদুর্গাপুর গ্রামের মিজানুরের ছেলে হেলপার ইসমাইল (১৯) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।