ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার কেদারনগর গ্রামের কৃষকের নিকট চাদাঁর টাকা না পেয়ে তামাকঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৯ জনকে আসামি করে চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের করেছে।
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের মৃত আকবার আলীর ছেলে লস্কর আলী অভিযোগ করে জানান, গত ১ মার্চ সন্ত্রাসী পরিচয়ে একটি মোবাইলফোন থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা নির্ধারিত সময় পরিশোধ না করলে হত্যার হুমকি দেয়। গতপরশু বুধবার বিকাল ৫টার দিকে একই গ্রামের হায়দারের ছেলে ছবদুল, আজমিনের ছেলে টিপু জোয়ার্দ্দার, মঙ্গলের ছেলে ঝড়ু, মৃত সোনার ছেলে বোরাহান, বেল্টুর ছেলে হামিদ ও বেল্টু, আজমিন, ওল্টু, কেতুর ছেলে হান্নানের বাড়িতে প্রবেশ করে। এ সময় লস্করের শরীরে কেরেসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করলে টের পেয়ে গেলে দুবৃর্ত্তরা বাড়ির পাশে তামাকঘরে আগুন নিয়ে দ্রুত পালিয়ে যায়। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে গতকাল চুয়াডাঙ্গা আদালতে মামলা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।