শিক্ষকের মারের আঘাতে শিশু শিক্ষার্থীর দুটি কান অচল হওয়ার পথে : অভিযোগ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাজা আহমেদের বিরুদ্ধে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র ফারদিন আহমেদ ফাহিমকে (১০) সহকারী শিক্ষক খাজা আহমেদ মারপিট করায় তার দুটি কান অচল হতে চলেছে। ফাহিমের বাবা আরিফ উদ্দিন গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আরিফ উদ্দীন বলেন, গত ১২ ফেব্রুয়ারি টিফিনের সময় বিদ্যালয়ের পেছনে খেলাধুলা করছিলো। ওই সময় ছাত্রদলের মধ্যে থেকে কে বা কারা একজন বুদ্ধি প্রতিবন্ধীকে লক্ষ্য করে ঢিল ছুঁড়লে তিনি আঘাত পান। ওই ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাজা আহমেদ ফাহিমকে সন্দেহ করে এবং তার দু কানে জোরে থাপ্পড় মারেন। এতে ফাহিম অসুস্থ হয়ে পড়ে। জরুরিভাবে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসক নাজমুল হক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ফাহিমের বাম কানে কিছুটা শুনতে পারলেও  ডান কানের অবস্থা খুবই খারাপ। ভবিষ্যতে কানটি নষ্ট হয়ে  যেতে পারে। আরিফ উদ্দীন অভিযোগ করেন, একমাস আগের ওই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার জানান, অভিযোগ পাওয়া গেছে। শিগগিরই তিনি সশরীরে ঘটনাস্থল পরিদর্শন ও সরেজমিন তদন্ত করবেন।