মেহেরপুরের মাঠপাড়ায় মহিলার বাড়িতে ককটেল নিক্ষেপ : টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের মাঠপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি খাদিজা বেগম নামের এক মহিলাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে মেহেরপুর শহরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

জানা গেছে, মেহেরপুর শহরের মাঠপাড়ার মৃত সুরমান আলীর মেয়ে খাদিজা বেগম (৪০) রাতে ঘুমিয়ে ছিলেন। আনুমানিক রাত ২টার দিকে মুখে কালো কাপড় বাঁধা ৮-৯ জনের একদল দুর্বৃত্ত তার বাড়ি যায়। ওই দলের ৩-৪ জন ঘরের জানালা দিয়ে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বিভিন্নভাবে ভয়ভীর্তি প্রদর্শন করে আগামী পৌর নির্বাচনে ভোট করার জন্য রাখা (গচ্ছিত) ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চিৎকার দিতে গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে খাদিজা বেগম নামের ওই নারী মঙ্গলবার সকাল ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার শিকার হয়েছেন বলে তিনি জানিয়েছেন। একই এলাকার আরমান আলীর ছেলে আবু হানিফ বাবু ও সোহরাব উদ্দীনের নের্তৃত্বে ওই নারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তিনি জানান। খাদিজা বেগমের পায়খানাসহ বসত বাড়ি থেকে বের হওয়ার পথ অবরুদ্ধ করে ওই জমি তদের দাবি করে টিনের সেড দিয়ে ঘিরে দিয়েছে বলেও তিনি জনান। এ ঘটনায় ওই দিনই মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন খাদিজা বেগম। দিনে হামলা আবার রাতে ওই বাড়িতে ভয়-ভীর্তি প্রদর্শন করে টাকা ছিনিয়ে নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃস্টি করেছে।

এব্যাপারে ভুক্তভোগী অসহায় নারী বিচার পেতে পুলিশ ও বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছে। এ বিষয়ে প্রতিবেশী ছকিনা বলেন, রাতে একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে পুলিশ এসেছিলো।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাটি তিনি শুনেছেন তবে ককটেল বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। জমি-জমা সংক্রান্ত বিরোধে হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি, আমি একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।